১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

১. আমাদের দেশে মুক্তিযুদ্ধ কবে সংঘটিত হয়?

ক. ১৯৫২ সালে

খ. ১৯৫৪ সালে

গ. ১৯৬৯ সালে

ড়. ১৯৭১ সালে


২. সত্য বিষয়/ঘটনা উপস্থাপন করে কোনটি?

ক. বাংলা

ড়. ইতিহাস

গ. বিজ্ঞান

ঘ. দর্শন


৩. History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?

ড়. ইতিহাস

খ. রাষ্ট্রবিজ্ঞান

গ. দর্শন

ঘ. মনোবিজ্ঞান


৪. ‘ইতিহাস’ শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

ড়. ইতিহ

খ. ইত্তিহ

গ. ইতিকা

ঘ. ইতিম


৫. ‘ইতিহ’ শব্দের অর্থ কী?

ক. পুরনো কথা

খ. আগের দিনের কাহিনী

গ. কল্পকাহিনী

ড়. ঐতিহ্য


৬. অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণ কী?

ড়. ইতিহাস

খ. পৌরনীতি

গ. ভূগোল

ঘ. দর্শন


৭. বর্তমান সময়ের ইতিহাসকে কী বলা হয়?

ক. সমসাময়িক ইতিহাস

খ. বর্তমান ইতিহাস

ড়. সাম্প্রতিক ইতিহাস

ঘ. সঠিক ইতিহাস


৮. ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন কে?

ক. হেরোডোটাস

খ. ই.এইচ. কার

ড়. ড. জনসন

ঘ. র‌্যাপসন


৯. History শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

ক. History

খ. Histora

গ. Historica

ড়. Historia


১০. হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

ক. ই.এইচ.কার

খ. ড. জনসন

ড়. হেরোডোটাস

ঘ. র‌্যাপসন


১১. ইতিহাসের জনক কে?

ক. টয়েনবি

খ. লিওপোল্ড ফন্ র‌্যাংকে

গ. র‌্যাপসন

ড়. হেরোডোটাস


১২. কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয়? (অনু. ১)

ক. হেরোডোটাস

ড়. লিওপোল্ড ফন্ র‌্যাংকে

গ. টয়েনবি

ঘ. ই. এইচ. কার


১৩. সঠিক ইতিহাস কিসের ওপর নির্ভর করে রচিত?

ক. অনুমানকে

ড়. সত্যকে

গ. মিথ্যাকে

ঘ. কল্পনাকে


১৪. লিওপোল্ড ফন্ র‌্যাংকের মতে ইতিহাস হলো-

ড়. নগ্নসত্য

খ. গোপন সত্য

গ. সঠিক ও সত্য

ঘ. ধ্রুব সত্য


১৫. লামা তারনাথ কোন দেশীয় লেখক?

ক. চাইনিজ

খ. জাপানিজ

গ. স্প্যানিজ

ড়. তিব্বতীয়


১৬. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

ক. ধর্মপাল

খ. দেবপাল

ড়. গোপাল

ঘ. নেপাল


১৭. চৈনিক পরিব্রাজক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?

ক. ইবনে বতুতা

ড়. হিউয়েন সাং

গ. বখতিয়ার খলজি

ঘ. শায়েস্তা খান


১৮. ইবনে বতুতা কোন দেশীয় পরিব্রাজক?

ক. মিশরীয়

খ. স্প্যানীয়

ড়. আফ্রিকান

ঘ. জাপানীয়


১৯. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

ক. কুমিল্লা

ড়. নরসিংদী

গ. বগুড়া

ঘ. নওগাঁ


২০. ইতিহাস রচনার লিখিত উপাদান হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ড়. দলিলপত্র

খ. মুদ্রা

গ. তাম্রলিপি

ঘ. ইমারত


২১. ইতিহাসের অলিখিত উপাদান কোনটি?

ড়. স্মৃতিস্তম্ভ

খ. সাহিত্য

গ. নথিপত্র

ঘ. দলিলপত্র


২২. ইতিহাসের অলিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?

ক. সাহিত্য, নথিপত্র, জীবনী ইত্যাদি

ড়. স্মৃতিস্তম্ভ, মুদ্রা, ইমারত ইত্যাদি

গ. অর্থশাস্ত্র ও সাহিত্য

ঘ. আইন-ই-আকবরী


২৩. মানবসভ্যতার অগ্রগতির সাথে সাথে কী লেখা হচ্ছে?

ড়. ইতিহাস

খ. সমাজবিজ্ঞান

গ. পৌরনীতি

ঘ. অর্থনীতি


২৪. অতীতের ঘটনাসমূহ বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে কোনটি?

ড়. ইতিহাস

খ. সাহিত্য

গ. সংস্কৃতি

ঘ. বিজ্ঞান


২৫. ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ড়. দু ভাগে

খ. তিন ভাগে

গ. চার ভাগে

ঘ. পাঁচ ভাগে


২৬. ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দু ভাগে

ড়. তিন ভাগে

গ. চার ভাগে

ঘ. পাঁচ ভাগে


২৭. বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দু ভাগে

খ. তিন ভাগে

গ. চার ভাগে

ড়. পাঁচ ভাগে


২৮. ইতিহাসের পরিসর সম্প্রসারিত হওয়ার যথার্থ কারণ কোনটি?

ড়. সভ্যতার অগ্রগতি

খ. সামাজিক পরিবর্তন

গ. ইতিহাসের অগ্রযাত্রা

ঘ. নতুন নতুন যন্ত্র আবিষ্কার


২৯. মানুষ তার সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল কোনটি?

ক. সাহিত্য

খ. সমাজবিজ্ঞান

গ. সাধারণ বিজ্ঞান

ড়. ইতিহাস


৩০. ভিকো কোন যুগের ঐতিহাসিক?

ক. সনাতন যুগের

খ. প্রাচীন যুগের

গ. মধ্যযুগের

ড়. আধুনিক যুগের


৩১. মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু-এটি কার অভিমত?

ক. টয়েনবির

খ. হেরোডোটাসের

গ. র‌্যাপসনের

ড়. ভিকোর


৩২. অন্যান্য বিষয় থেকে আলাদা কোনটি?

ক. সাহিত্য

খ. গণিত

গ. বিজ্ঞান

ড়. ইতিহাস


৩৩. নিচের কোন বিষয়টির উপস্থাপনা পদ্ধতি স্বতন্ত্র?

ক. বাংলা

খ. গণিত

ড়. ইতিহাস

ঘ. ভূগোল


৩৪. অতীত-বর্তমানের ঘটনাপ্রবাহ কোনটির বিচরণ ক্ষেত্র?

ড়. ইতিহাসের

খ. সমাজবিজ্ঞানের

গ. রাষ্ট্রবিজ্ঞানের

ঘ. সাহিত্যের


৩৫. ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজšে§র কাছে তুলে ধরা কার বৈশিষ্ট্য?

ড়. ইতিহাসের

খ. সাহিত্যের

গ. বিজ্ঞানের

ঘ. ভূগোলের


৩৬. সঠিক ইতিহাস হওয়ার জন্য নিচের কোনটি অধিক উপযোগী?

ড়. ঘটনার নিরপেক্ষ বর্ণনা উপস্থাপন

খ. ঘটনার বস্তুনিষ্ঠ বর্ণনা উপস্থাপন

গ. ঘটনার সঠিক মূল্যায়ন

ঘ. ঘটনার সঠিক গবেষণা প্রণয়ন


৩৭. মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় কিসের আওতাভুক্ত?

ক. ইতিহাসের উপাদানের

খ. ইতিহাসের প্রকারভেদের

গ. ইতিহাসের বিষয়বস্তুর

ড়. ইতিহাসের পরিসরের


৩৮. খাদ্য সংগ্রহের মধ্যে কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল কোন যুগের মানুষের?

ড়. প্রাগৈতিহাসিক

খ. আদিম

গ. মধ্য

ঘ. আধুনিক


৩৯. মানবসমাজের সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণ কী?

ক. সাহিত্য

খ. বিজ্ঞান

গ. ভূগোল

ড়. ইতিহাস


৪০. দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে কোনটির পাঠ অত্যন্ত জরুরি?

ক. সাহিত্য পাঠ

খ. পত্রিকা পাঠ

গ. উপন্যাস পাঠ

ড়. ইতিহাস পাঠ


৪১. জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?

ড়. ইতিহাস পাঠ

খ. পৌরনীতি পাঠ

গ. অর্থনীতি পাঠ

ঘ. সাহিত্য পাঠ


৪২. মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলির দৃষ্টান্ত থেকে কী নিতে পারে?

ক. জ্ঞান

ড়. শিক্ষা

গ. উপমা

ঘ. ধারণা


৪৩. বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে কিসের শিক্ষা?

ক. বিজ্ঞানের শিক্ষা

খ. ধর্মের শিক্ষা

ড়. ইতিহাসের শিক্ষা

ঘ. সাধারণ নৈতিক শিক্ষা


৪৪. ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলার যথার্থ কারণ কী?

ড়. দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে

খ. প্র্যাকটিক্যালভাবে শিক্ষা দেয় বলে

গ. সত্যনিষ্ঠ শিক্ষা দেয় বলে

ঘ. দর্শনের শিক্ষা দেয় বলে


৪৫. বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ড়. সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ

খ. ইসলামের ইতিহাস পাঠ

গ. ধর্মের ইতিহাস পাঠ

ঘ. মনীষিগণের জীবনী পাঠ

Answer Sheet