এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য কোর্সটিকায় আমরা ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা মানবিক শাখার পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা mcq সাজেশন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
আমরা তোমাদের সুবিধার্থে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ প্রাকটিস করার জন্য প্রতিটি অধ্যায়ভিত্তিক পিডিএফ ফাইল তৈরি করেছি। সুতরাং তোমরা তোমাদের ফোন বা কম্পিউটারে যখন খুশি এ সাজেশটি প্রাকটিস করতে পারবে। নিচে এবছর পরীক্ষার জন্য বাছাইকৃত অধ্যায়গুলো তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করলে উক্ত অধ্যায়ের জন্য পূর্ণাঙ্গ বহুনির্বাচনী প্রশ্নগুলোর সাজেশন পাওয়া যাবে।
পৌরনীতি ও নাগরিকতা MCQ সাজেশন:
- ১ম অধ্যায়: পৌরনীতি ও নাগরিকতা
- ২য় অধ্যায়: নাগরিক ও নাগরিকতা
- ৪র্থ অধ্যায়: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
- ৫ম অধ্যায়: সংবিধান
- ৬ষ্ঠ অধ্যায়: বাংলাদেশের সরকার ব্যবস্থা
- ১০ম অধ্যায়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে নাগরিক চেতনা
- ১১শ অধ্যায়: বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন.
১ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ
১. আধুনিককালে রাষ্ট্র ব্যবস্থা কোন ধরনের?
ক. জাতীয়তাবাদী
খ. কল্যাণমূলক
গ. আঞ্চলিক
ঘ. অগণতান্ত্রিক
২. বাংলাদেশের বর্তমান লোকসংখ্যা কত?
ক. প্রায় ১৫ কোটি
খ. প্রায় ১৫ কোটি
গ. প্রায় ১৪ কোটি
ঘ. প্রায় ১৩ কোটি
৩. কত বছরের নিচে ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করত পারে না?
ক. ২২ বছরের
খ. ২০ বছরের
গ ১৮ বছরের
ঘ. ১৬ বছরের
৪. ইংরেজি Civics শব্দের প্রতিশব্দ কী?
ক. নাগরিক
খ. নাগরিকতা
গ. সমাজ
ঘ. পৌরনীতি
৫. পৌরনীতি কোন বিষয়ক বিজ্ঞান?
ক. সামাজিক বিষয়ক বিজ্ঞান
খ. অর্থনৈতিক বিষয়ক বিজ্ঞান
গ. নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
ঘ. রাজনৈতিক বিষয়ক বিজ্ঞান
৬. মূলত কোনটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান?
ক. পৌরনীতি
খ. ইতিহাস
গ. অর্থনীতি
ঘ. সামাজিক বিজ্ঞান
৭. পৌরনীতিতে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
ক. কারণ অধিকার ও কর্তব্য পৌরনীতির বিষয়বস্তু
খ. কারণ বাংলাদেশের ইতিহাসের কথা আলোচনা করা হয়
গ. কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়
ঘ. কারণ জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে।
৮. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন?
ক. অর্থনীতি
খ. পৌরনীতি
গ. সামাজিক বিজ্ঞান
ঘ. ভূগোল
৯. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. সিভিক্স
খ. সিভিটাস
গ. সিভিস
ঘ. সিভিস ও সিভিটাস
১০. সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে?
ক. ইংরেজি
খ. ল্যাটিন
গ. ফারসি
ঘ. জার্মান
২য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ
১. প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্রগুলোকে কী বলা হতো?
ক. অঙ্গরাজ্য
খ. উপরাষ্ট্র
গ. জাতিপুঞ্জ
ঘ. নগররাষ্ট্র
২. নাগরিক কে?
ক. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা
খ. রাষ্ট্রে বসবাসকারী বিদেশি
গ. রাষ্ট্রের বৃদ্ধ লোকেরা
ঘ. রাষ্ট্র থেকে বিদেশে গিয়ে বসবাসকারী
৩. আমাদের প্রত্যেকের কোন শিক্ষালাভ করা অত্যাবশ্যক?
ক. সামাজিক শিক্ষা
খ. সুনাগরিকতার শিক্ষা
গ. গঠনমূলক শিক্ষা
ঘ. রাজনৈতিক শিক্ষা
৪. কত বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়?
ক. ৩০০০ বছর
খ. ২৫০০ বছর
গ. ১৫০০ বছর
ঘ. ১০০০ বছর
৫. নাগরিক কথাটির অর্থ কী?
ক. রাষ্ট্রের অধিবাসী
খ. সমাজের অধিবাসী
গ. নগরের অধিবাসী
ঘ. পল্লির অধিবাসী
৬. কোনটি ব্যক্তির মর্যাদা? অথবা, ব্যক্তির মর্যাদাকে কী বলা হয়?
ক. নেতৃত্ব
খ. নাগরিকতা
গ. ভালো ব্যবহার
ঘ. সম্পদ
৭. নাগরিকতা হলো ব্যক্তির
ক. পরিচয়
খ. মর্যাদা
গ. বিবেক
ঘ. আত্মসংযম
৮. নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি কয়টি?
ক. ৫টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৯. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১০. নাগরিকতা লাভের নীতি কী কী?
ক. জন্মস্থান নীতি ও জন্মনীতি
খ. শিক্ষানীতি
গ. রাষ্ট্রনীতি
ঘ. কর্মনীতি
৪র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ
৪৩০. রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কে রাষ্ট্র পরিচালনা করে? অথবা, রাষ্ট্রের মুখপাত্র কে?
ক. সরকার
খ. জনগণ
গ. শাসক
ঘ. সংবিধান
৪৩১. রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান হলো-
ক. পৌরনীতি
খ. অর্থনীতি
গ. সরকার
ঘ. প্রতিষ্ঠান
৪৩২. কোনটি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান?
ক. সরকার
খ. রাষ্ট্র
গ. জনসংখ্যা
ঘ. সমাজ
৪৩৩. সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কোনটি?
ক. রাষ্ট্র
খ. সরকার
গ. জনসংখ্যা
ঘ. ভূখণ্ড
৪৩৪. রাষ্ট্র একটি-
ক. অস্থায়ী প্রতিষ্ঠান
খ. চলমান প্রতিষ্ঠান
গ. স্থায়ী প্রতিষ্ঠান
ঘ. ভঙ্গুর প্রতিষ্ঠান
৪৩৫. অর্থনৈতিক ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার?
ক. দু প্রকার
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
৪৩৬. রাষ্ট্র গঠনের উপাদান-
ক. ৮টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ২টি
৪৩৭. উৎপাদনের উপাদানসমূহ হচ্ছে-
ক. ভূমি, শ্রম, মূলধন ও সরকার
খ. শ্রম, মূলধন, ব্যবস্থাপনা ও সরকার
গ. ভূমি, শ্রম, মূলধন ও ব্যবস্থাপনা
ঘ. ভূমি, মূলধন, ব্যবস্থাপনা ও সরকার
৪৩৮. বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্র কোন ধরনের?
ক. সমাজতান্ত্রিক
খ পুঁজিবাদী
গ. যুক্তরাষ্ট্রীয়
ঘ. একনায়কতান্ত্রিক
৪৩৯. কোনটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত?
ক. গণতান্ত্রিক রাষ্ট্র
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. যুক্তরাষ্ট্রীয়
ঘ. একনায়কতান্ত্রিক
৪৪০. কোন শাসনব্যবস্থায় ব্যক্তিস্বাতন্ত্রকে স্বীকার করা হয় না?
ক. সমাজতন্ত্রে
খ. গণতন্ত্র
গ. একনায়কতন্ত্রে
ঘ. পুঁজিবাদী
৬ষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ
৬৫৬. সংসদীয় ব্যবস্থায় আইনসভার প্রধান কে?
ক. প্রধানমন্ত্রী
খ. আইনমন্ত্রী
গ. প্রেসিডেন্ট
ঘ. স্পিকার
৬৫৭. বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
ক. যুক্তরাষ্ট্রীয়
খ. সংসদীয়
গ. রাষ্ট্রপতি শাসিত
ঘ. রাজতন্ত্র
৬৫৮. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে? (অনু.২)
ক. একনায়কতান্ত্রিক
খ. যুক্তরাষ্ট্রীয়
গ. সংসদীয়
ঘ. রাষ্ট্রপতি শাসিত
৬৫৯. সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদ কার নিকট দায়ী থাকে?
ক. রাষ্ট্রপতির নিকট
খ. প্রধানমন্ত্রীর নিকট
শ. আইনসভার নিকট
ঘ. বিচার বিভাগের নিকট
৬৬০. কোন শাসনব্যবস্থায় মন্ত্রিগণ আইনসভার নিকট সর্বোতভাবে দায়ী থাকেন?
ক. সংসদীয়
খ. রাষ্ট্রপতি শাসিত
গ. রাজতন্ত্র
ঘ. সমাজতন্ত্র
৬৬১. সংসদীয় সরকারের শাসক কে?
ক. রাষ্ট্রপ্রধান
খ. প্রধানমন্ত্রী
গ. মন্ত্রিসভা
ঘ. বিচারপতি
৬৬২. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক. গণপ্রজাতান্ত্রিক
খ. একনায়কতান্ত্রিক
গ. যুক্তরাষ্ট্রীয়
ঘ. সমাজতান্ত্রিক
৬৬৩. বাংলাদেশের প্র ম সরকার গঠিত হয় কোন তারিখে?
ক. ১৯৭১ সালের ১০ মাচর্
খ. ১৯৭১ সালের ১২ মার্চ
গ. ১৯৭১ সালের ১২ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
৬৬৪. বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি কে?
ক. প্রধানমন্ত্রী
খ. রাষ্ট্রপতি
গ. প্রধান বিচারপতি
ঘ. আইনমন্ত্রী
৬৬৫. মন্ত্রিপরিষদের নেতৃত্ব দেন কে?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধান বিচারপতি
গ. স্পিকার
ঘ. প্রধানমন্ত্রী
৬৬৬. কোন রাষ্ট্রে নাগরিকগণ সরকারের কাজের সমালোচনা করতে পারে?
ক. সমাজতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
গ. গণতান্ত্রিক
ঘ. প্রজাতান্ত্রিক
৬৬৭. গণতন্ত্রের ভিত্তি কী?
ক. জনমত ও সাধারণ নির্বাচন
খ. জনমত ও সরকার
গ. জনগণ ও জনমত
ঘ. সাধারণ নির্বাচন
১০ম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ
১১৭০. ‘দ্বিজাতি তত্ত্ব’ কথাটি কার সাথে সামঞ্জস্যপূর্ণ?
শ. মোহাম্মদ আলী জিন্নাহর
খ. মওলানা ভাসানীর
গ. নওয়াব আব্দুল লতিফের
ঘ. শেখ মুজিবুর রহমানের
১১৭১. ‘দ্বিজাতি তত্ত্ব’ কে ঘোষণা করেন? (অনু.১)
ক. এ. কে. ফজলুল হক
খ. মহাত্মা গান্ধী
শ. মোহাম্মদ আলী জিন্নাহ
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১১৭২. বাঙালিরা স্বাধীনভাবে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারছে। এর যথার্থ কারণ কোনটি?
শ. বাংলাদেশ স্বাধীন দেশ
খ. বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ
গ. বাংলাদেশের নাগরিকরা ভালো
ঘ. বাংলাদেশ ছোট দেশ
১১৭৩. বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. শেখ মুজিবুর রহমান
শ. এ.কে. ফজলুল হক
ঘ. মওলানা ভাসানী
১১৭৪. পাকিস্তান সৃষ্টির মূলভিত্তি হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
শ. দ্বিজাতি তত্ত্ব
খ. আধুনিক তত্ত্ব
গ. বৈজ্ঞানিক তত্ত্ব
ঘ. মুসলিম তত্ত্ব
১১৭৫. পাকিস্তান প্রস্তাবে কোন কথাটি একবারও ছিল না?
শ. পাকিস্তান
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. লাহোর
১১৭৬. পাকিস্তানি শাসকগোষ্ঠী কোন ভাষাটি বাঙালিদের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল?
ক. বাংলা
খ. ইংরেজি
শ. উর্দু
ঘ. ফারসি
১১৭৭. করাচিতে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় কখন?
ক. ১৯৪৭ সালের সেপ্টেম্বরে
খ. ১৯৪৭ সালের অক্টোবরে
গ. ১৯৪৭ সালের নভেম্বরে
শ. ১৯৪৭ সালের ডিসেম্বরে
১১৭৮. বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের দাবি প্রথম উত্থাপন করেন কে?
ক. এ.কে. ফজলুল হক
খ. শেখ মুজিবুর রহমান
শ. ধীরেন্দ্রনাথ দত্ত
ঘ. সুভাষ দত্ত
১১৭৯. পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কখন?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
শ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৮ সালে
১১৮০. ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা দেয় কখন?
ক. ১৬ নভেম্বর ১৯৯৯
শ. ১৭ নভেম্বর ১৯৯৯
গ. ১৮ নভেম্বর ১৯৯৯
ঘ. ১৯ নভেম্বর ১৯৯৯







0 Comments