মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২৩ বাংলা প্রথম পত্রের বিষয় আয়োজন করা হবে আগামী 30 এপ্রিল। আজকে আমরা সেই বিষয়ের সাজেশন নিয়ে কথা বলবো।
১০০% কমন সাজেশন দিচ্ছি সকল শিক্ষা বোর্ডের জন্য অর্থাৎ সকল বোর্ডের শিক্ষার্থীরা পড়তে পারবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী সাজেশন তৈরি করা হয়েছে। অভিজ্ঞ শিক্ষক দের পরামর্শ মাধ্যমে সাজেশন তুলে ধরা হলো।
অনেক শিক্ষার্থী বাংলা ভালোভাবে পড়াশোনা করতে গিয়েও ফেল করে বা নাম্বার কম পায়। তার মূল কারণ হচ্ছে সঠিক ভাবে লিখতে না পারা।
তাই সিলেবাস যায় থাকুক কমন পড়ে বা না পারে এক্ষেত্রে সুন্দরভাবে পরীক্ষার খাতা লিখতে হবে।
বাংলা প্রথম পত্র সাজেশন গদ্য অংশ
বাংলা প্রথম পত্র গদ্য অংশের জন্য নিচের বিষয় গুলো তুলে ধরা হলো। এখানে উল্লেখিত প্রতিটি
অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তাই ভালোভাবে প্রত্যেকটা অধ্যায় শিক্ষার্থীদের কে পড়তে হবে।
শিক্ষার্থীদের কে জানিয়ে রাখছি গদ্যাংশ থেকে চারটি প্রশ্ন আসবে ২ টি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের কে বাধ্যতামূলক দিতে হবে।
- সুভা
- শিক্ষা ও মনুষ্যত্ব
- বই পড়া
- মানুষ মুহাম্মদ
- নিম গাছ
- একাত্তরের দিনগুলো
বাংলা প্রথম পত্র কবিতা অংশ সাজেশনঃ
নিচে উল্লেখিত অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে কারণ প্রতিটি অধ্যায়ে থেকে প্রশ্নসহ সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীদের কে জানিয়ে রাখছি কবিতার ক্ষেত্রে তিনটি প্রশ্ন থাকবে যেকোনো দুটি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের কে দিতে হবে।
- বঙ্গবাণী
- সেইদিন এই মাঠ
- পল্লী জননী
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
- স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো

0 Comments