SSC 2022 Bangla 2nd Paper Suggestion: এসএসসি পরিক্ষা সাধারণত বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে শুরু হয়। কিন্তু গত কয়েক বছর থেকে করোনা মহামারী এর কারণে পরিক্ষার সময় টা একটু পিছিয়ে গেছে। সাম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি ২০২২ এর সাম্ভব্য তারিখ ঘোষণা করেছে। চলতি বছরের জুন এ অনুষ্ঠিত হবে এসএসসি ২০২২।


এ বছরও পরিক্ষা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। তাই আমরা আমাদেরে সাজেশন টি ও শর্ট সিলেবাস এর উপর ভিত্তি করে তৈরি করেছি। আসসালামু আলাইকুল, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। পিডিএফ মেলার এই আর্টিকেলে SSC 2022 Bangla 2nd Paper Suggestion (বাংলা ২য় পত্র সাজেশন) শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


মানবন্টনঃ

বহুনির্বাচনি অভীক্ষা- ১৫

ব্যাকরণ ও নির্মিতি অংশের বাগধারা- মোট ৩০টি প্রশ্নে থাকবে, ১৫ টির উত্তর দিতে দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান-১


রচনামূলক প্রশ্ন- ৪০

১। অনুচ্ছেদ রচনা (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে।)

২। পত্র/দরখাস্ত/পত্রিকায় প্রকাশের জন্য চিঠি (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে।)

৩। প্রতিবেদন প্রণয়ন (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে৷)

৪। ভাবসম্প্রসারন (২টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে।)


SSC 2022 Bangla 2nd Paper Suggestion

অনুচ্ছেদ রচনাঃ

  • করোনা ভাইরাস
  • বইমেলা
  • নারী শিক্ষা
  • বাংলা নববর্ষ
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস
  • স্বাধীনতা দিবস
  • পদ্মাসেতু
  • যানজট
  • তথ্য প্রযুক্তি
  • শিশু শ্রম


ভাব-সম্প্রসারনঃ

  • অন্যায় যে করে অরি অন্যায় যে সহে
  • দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য
  • দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়
  • পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
  • পরের অনিষ্ট চিন্তা করে যেই জন
  • স্বদেশের উপকারে নেই যার মন
  • দুঃখের মতো এত বড় পরশপাথরঅার নেই
  • আলো বলে অন্ধকার তুই বড় কালো
  • গ্রন্থগত বিদ্যা অরি পরহস্তেধন
  • চরিত্র মানুষের অমূল্য সম্পদ
  • আত্নশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
  • কীর্তিমানের মৃত্যু নেই


পত্রঃ

  • এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে পত্র
  • ঐতিহাসিক স্থানের বর্ণনা নিয়ে পত্র
  • ছাত্রজীবনে শিহসিফরের গুরুত্ব উল্লেখ করে পত্র
  • সড়ক দূর্ঘটনায় আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে পত্র
  • গ্রামকে নিরদ্ধরতার অভিশাপ থেকে মুক্ত করার নিজের ভূমিকা জানিয়ে পত্র
  • বিদ্যালয়ের শেষ দিনে মনের অবস্থা জানিয়ে পত্র।
  • সদ্য পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে পত্র
  • পরীায় কৃতকার্যতার জন্য অভিনন্দন জানিয়ে পত্র
  • আবেদনপত্র
  • প্রশংসা পত্রের জন্য অাবেদন
  • ছত্রিকল্যান তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন
  • শিক্ষা সফরের অনুমতি চেয়ে অবেদন
  • ক্যান্টিন স্থাপনের জন্য অাবেদন
  • অর্সিনিকমুক্ত পানি সরবারহের জন্য আবেদন
  • পুকুর স্থাপনের জন্য আবেদন


সংবাদঃ

  • বিদ্যুৎ বিভ্রাট অশুি প্রতিকার চেয়ে
  • বৃরোপন সপ্তাহ
  • দাতব্য চিকিৎসালয়
  • বন্যার্তদের সাহায্য চেয়ে
  • সড়ক দূর্ঘটনা


প্রতিবেদনঃ

  • সড়ক দূর্ঘটনা
  • মহান বিজয় দিবস/স্বাধীনতা দিবস উদযাপন
  • দ্রব্যমূল্য বৃদ্ধি
  • বিজ্ঞান মেলা।
  • যানজট সমস্যা
  • মদিকের কুফল ও প্রতিকার
  • আন্তর্জাতিক মাতৃভাষা


Hope if you follow our shared suggestion you will get 100% common in the exam. Stay with us to get daily new articles and suggestions on education. Be well everyone, thank you.