দেখতে দেখতে একটি একটি করে ২০২২ আমরা একটি এসএসএস পরীক্ষার্থীদের জন্য এক্সুসিভ সব সাজেশন প্রকাশ করছি। তারই রিপোর্ট আজ আমরা আপনাদের জন্য এসএসসি বাংলা ২য় পত্রের সাজেশন ২০২ প্রকাশ করতে চাই। আজকের এ আলোচনায় তোমরা জানতে চাইলে এ বছর পরীক্ষায় ভালো করার জন্য কোন টপিক রুপে ভালো থাকতে পারে।


তোমরা সবাই অগত্যা হয়েছ, কারণ তোমাদের সিলোবাস পুনঃর্বিন্যাস করা হয়েছে। এর ফলে আমাদের সিলেবাস পূর্বের পরিচয় সংক্ষিপ্ত হয়েছে। তাই আমার উচিত এখন পুনঃর্বিন্যাসকৃত সিলেবাস এসএসএস অনুযায়ী ২০২২ নিয়ম মেনে নেওয়া। আর দেখতে দেখতে আমাদের সাহায্য করার জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে তোমাদের জন্য  SSC Exclusive Suggestion for All Subjects 2022 প্রকাশ করেছি।


এসএসসি বাংলা ২য় পত্রের সাজেশন 2022

আজকের এই পোস্টে তোমরা এসএসসি বাংলা ২য় পত্রের সাজেশন 2022 উত্তর সহ জানতে জানতে। আমরা এখানে আমাদের জন্য পূর্ণাঙ্গ সাজেশনটি ধরলাম। যা তোমরা উত্তরসহ PDF ফাইল ডাউনলোড করতে পারবে। তাহলে চলো, শুরু করি।


অনুচ্ছেদ রচনা:

১. কোভিড-১৯

২. যানজট

৩. নারীশিক্ষা

৪. বিজয় দিবস

৫. পরিবেশ দূষণ

৬. বাংলা নববর্ষ

৭. খাদ্য ভেজাল

৮. ইন্টারনেট

৯. শীতের সকাল

১০. বিশ্বায়ন


সারাংশ:

১. মানুষের মূল্য কোথায়? … চরিত্রে…

২. অতীত ভুলে যাও… অতীতের দুশ্চিন্তার…

৩. জাতিকে শক্তিশালী… শ্রেষ্ঠ ধন-সম্পদশালী…

৪. কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছে

৫. তুমি জীবনকে সুন্দর করতে চাও? ভালো কাজ…


সারমর্ম:

১. বহুদিন ধরে বহুক্রোশ দূরে

২. বসুমতি কেন তুমি এতই কৃপণা

৩. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

৪. দৈন্য যদি আসে আসুক

৫. কোথায় স্বর্গ কোথায় নরক

৬. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো


ভাব-সম্প্রসারণ:

১. ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ

২. দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ

৩. কীর্তিমানের মৃত্যু নেই

৪. আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য

৫. নানান দেশের নানান ভাষা

৬. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন

৭. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন


আবেদন পত্র:

১. বিনা বেতনে অধ্যয়নে জন্য আবেদন

২. করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন

৩. শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন

৪. দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন

৫. বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন


ব্যক্তিগত পত্র:

১. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধু/ছোট ভাইকে একটি পত্র লিখ।

২. এসএসসি পরীক্ষার পরে তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।

৩. সদ্য পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখ।

৪. ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লিখ।


প্রতিবেদন তৈরি:

১. বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।

২. মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।

৩. বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো।

৪. তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো।

৫. ‘জঙ্গীবাদ রুখতে হবে’ শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো।


প্রবন্ধ রচনা:

১. কোভিড-১৯

২. স্বদেশপ্রেম

৩. মানবকল্যাণে বিজ্ঞান

৪. পরিবেশ দূষণ

৫. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য

৬. শ্রমের মর্যাদা

৭. জাতিগঠনে নারী সমাজের ভূমিকা


গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন

১. তারিখবাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত হয়?

ক. বাংলা

খ. ইংরেজি

গ. হিন্দি

ঘ. আরবি


২. কারক-বিভক্তিযুক্ত পদ বাক্যে কোথায় বসে?

ক. বিশেষণের আগে

খ. বিশেষণের পরে

গ. বিশেষ্যের আগে

ঘ. বিশেষ্যের পরে


৩. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন যতি চিহ্নের ব্যবহার হয়?

ক. ড্যাস চিহ্ন

খ. কোলন চিহ্ন

গ. হাইফেন চিহ্ন

ঘ. সেমিকোলন চিহ্ন


৪. ‘রিক্সা’ শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?

ক. ফরাসি

খ. পর্তুগিজ

গ. আরবি

ঘ. জাপানি


৫. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. বাক্যতত্ত্ব

খ. ধ্বনিতত্ত্ব

গ. অর্থতত্ত্ব

ঘ. রূপতত্ত্ব


৬. কোন দুটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি?

ক. ঘ, ঝ

খ. গ, জ

গ. ক, চ,

ঘ. খ, ছ


৭. ‘মনঃকষ্ট’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. মন + কষ্ট

খ. মনঃ + কষ্ট

গ. মনো + কষ্ট

ঘ. মনোঃ + কষ্ট


৮. ‘পুস্তিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

ক. সমার্থে

খ. বৃহদর্থে

গ. ক্ষুদ্রার্থে

ঘ. বিপরীতার্থে


৯. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি?

ক. দেখে দেখে যাও

খ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর

গ. ও দাদা দাদা বলে ডাকছে

ঘ. ভালো ভালো আম নিয়ে এসো


১০. ‘কবিতা’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?

ক. মালা

খ. রাশি

গ. গুচ্ছ

ঘ. আবলি


১১. ‘মহাযাত্রা’ কোন প্রকারের শব্দ?

ক. রূঢ়ি শব্দ

খ. যোগরূঢ় শব্দ

গ. মৌলিক শব্দ

ঘ. যৌগিক শব্দ


১২. ‘রাজপুত্র’ কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?

ক. চর্তুী তৎপুরুষ সমাস

খ. পঞ্চমী তৎপুরুষ সমাস

গ. ষষ্ঠী তৎপুরুষ সমাস

ঘ. সপ্তমী তৎপুরুষ সমাস


১৩. ‘অঘারাম’ শব্দের ‘অঘা’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. উত্তম অর্থে

খ. নিন্দিত অর্থে

গ. ক্ষুদ্র অর্থে

ঘ. বোকা অর্থে


১৪. ‘ধার্মিক’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. ধর্ম + ইক

খ. ধার্মি + ইক

গ. ধরম + ইক

ঘ. কোনোটিই নয়


১৫. নাট্যসংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী?

ক. সাধু ভাষা

খ. চলিত ভাষা

গ. আঞ্চলিক ভাষা

ঘ. বিদেশি ভাষা


১৬. বাংলা ভাষায় চলিতরীতির প্রবর্তন করেন কে?

ক. প্রমথ চৌধুরী

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. কাজী নজরুল ইসলাম

ঘ. মোতাহের হোসেন চৌধুরী


১৭. ‘রত্নাকর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. বসুন্ধরা

খ. পাহাড়

গ. জীবন

ঘ. সাগর


১৮. ‘এ কলমে ভালো লেখা হয়’ – নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে সপ্তমী

খ. করণে সপ্তমী

গ. অপাদানে সপ্তমী

ঘ. অধিকরণে সপ্তমী


১৯. “সে কাল আসবে এবং আমি যাব” এটি কোন প্রকারের বাক্য?

ক. সরল বাক্য

খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য

ঘ. আদেশবাচক বাক্য


২০. ‘সমিতি’ কোন প্রকারের বিশেষ্য?

ক. জাতিবাচক

খ. সমষ্টিবাচক

গ. বস্তুবাচক

ঘ. ভাববাচক


২১. বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?

ক. বিশেষ্য পদ

খ. সর্বনাম পদ

গ. অব্যয় পদ

ঘ. ক্রিয়া পদ


২২. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কী বলা হয়?

ক. অপ্রধান কর্ম

খ. সমধাতুজ কর্ম

গ. গৌণ কর্ম

ঘ. মুখ্য কর্ম


২৩. কোনটি নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ?

ক. আমি রোজ সকালে বেড়াতে যাই

খ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি

গ. আজ যদি সুমন আসত, কেমন মজা হতো

ঘ. সাতাশ হতো যদি একশ সাতাশ


২৪. ‘ধাতুর গণ’ ঠিক করতে কয়টি বিষয় লক্ষ রাখতে হয়?

ক. ৫টি

খ. ৪টি

গ. ৩টি

ঘ. ২টি


২৫. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

ক. কবাট > কপাট

খ. পাকা > পাক্কা

গ. পিশাচ > পিচাশ

ঘ. বউদিদি > বউদি


২৬. কোন শব্দে স্বভাবতই ‘ণ’ হয়?

ক. লবণ

খ. ভীষণ

গ. ব্রাহ্মণ

ঘ. হরিণ


২৭. নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

ক. শিশু

খ. কবিরাজ

গ. সধবা

ঘ. বাঘ


২৮. ‘সিংহপুরুষ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক. পুরুষ রূপ সিংহ

খ. সিংহ যে পুরুষ

গ. সিংহ ও পুরুষ

ঘ. পুরুষ সিংহের ন্যায়


২৯. কোন ধাতুটির উৎস আমাদের কাছে অজ্ঞাত রয়েছে?

ক. র্ড

খ. র্হে

গ. বুধ্

ঘ. পঠ্


৩০. কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলে-

ক. প্রকৃতি

খ. প্রাতিপদিক

গ. ক্রিয়া প্রকৃতি

ঘ. কৃদন্ত পদ



প্রিয় পরীক্ষার্থীরা, কোর্সটিকা ওয়েবসাইটে প্রকাশিত সাজেশনগুলোর সবথেকে ভালো দিক হচ্ছে, তোমরা এ সাজেশনগুলো উত্তরসহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। যা অন্য কোন ওয়েবসাইটে দেওয়া হয় না। তাই ওপরে দেওয়া লিংকগুলোতে ক্লিক করে ssc bangla 2nd paper suggestion 2022 with answer ডাউনলোড করে নাও। তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য এ সাজেশটি দিয়ে প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরী।